NEXT BOOK FAIR 4 & 5 September 2022

সকলে আমন্ত্রিত 




 ১০ম বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব, লন্ডন ২০২২

আয়োজনে: সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য। 

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য বিলাতের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত রূপ। ২০০৯ সালে এই সংগঠনের জন্ম হয়।২০১০ সালে প্রথম বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমি সহ খ্যাতিমান প্রকাশনী সংস্থা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মরহুম প্রফেসর শামসুজ্জামান খান। উদ্ধোধন করেন বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক আব্দুল গাফফার চৌধূরী। 

২০১১ সালে ‘বাংলা একাডেমি বইমেলা ও সাংস্কৃতিক উৎসব’কে কেন্দ্র করে বাংলা একাডেমির একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল, ‘বাংলা একাডেমির প্রবাসী লেখক পুরস্কার’-এর প্রবর্তন। ২০১৫ সালে পুরস্কারটির নামকরণ করা হয়, সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার। 
এবার দশম বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর আর্ট প্যাভিলন, মাইল এন্ড পার্ক এ অনুষ্ঠিত হবে। 

আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে বিলেতে নতুন প্রজন্মের কাছে তোলে ধরতে এবং ভিন্নভাষী মানুষের কাছে আমাদের সাহিত্য- সংস্কৃতি তোলে ধরতে এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  

২০১০ সাল থেকে বিশিষ্ট সাহিত্যিক, রাজনৈতিক , সাংবাদিক ব্যক্তিত্ব বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে যোগ দিয়েছেন। যাঁদের মধ্যে রয়েছেন— বিশিষ্ট সাংবাদিক ও লেখক জনাব আবদুল গাফফার চৌধুরী, কবি ও লেখক জনাব উইলিয়াম রেডিস, অর্থনীতিবিদ, কূটনীতিক এবং বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব আবুল কালাম আজাদ, সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, ড. দীপু মণি এমপি, কবি কামাল চৌধুরী, কবি আসাদ মান্নান, প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী জনাব মাহবুবুল হক শাকিল, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান, আবু শাহ কোরেশী, জাতীয় গ্রন্থের সাবেক পরিচালক ড. জনাব এ এম আখতারুজ্জামান। জনাব কে এম খালিদ, এমপি (প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার), জনাব সাঈদা মুনা তাসনিম (হাইকমিশনার, যুক্তরাজ্য) মি.জন বিগস (এক্সিকিউটিভ মেয়র, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল),  ড. ভীষ্মদেব চৌধুরী (চেয়ারম্যান, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. এস.কে.  মুসলিমা মুন (উপ-সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) , বিশিষ্ট সাহিত্যিক ড.শাহাদুজ্জামান সহ আরও অনেকে। 

এবারের বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কবি- সাহিত্যিক সহ খ্যাতিমান প্রকাশনী উপস্থিত থাকবেন।

 

Previous Post Next Post