১০ম বাংলাদেশ বইমেলা- সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব লন্ডন ২০২২ উপলক্ষ্যে - মাননীয় হাইকমিশনারের সাথে মতবিনিময় সভা
১৭ আগস্ট ২০২২, বাংলাদেশের মাননীয় হাইকমিশনার (যুক্তরাজ্য)সাঈদা মুনা তাসনিম সহ- কমিশনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাইকমিশনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর দেওয়ান মাহমুদুল হক, কাউন্সিলর মৌমিতা জিনাত, ফাস্ট সেক্রেটারি সোনিয়া মুন্নি প্রমুখ।
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য এর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি কবি ময়নূর রহমান বাবুল, সহ-সভাপতি কবি আবুল কালাম আজাদ ছোটন, সাধারণ সম্পাদক কবি এ কে এম আব্দুল্লাহ এবং ট্রেজারার আনোয়ার শাহজাহান।
আগামী ৪-৫সেপ্টেম্বর ( আর্ট প্যাভিলন, মাইলএন্ড পার্ক-এ) ১০ম বাংলাদেশ বইমেলায় বঙ্গবন্ধু প্যাভেলিয়ন, বাংলা একাডেমি সহ ১৫ টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করবে।
সভা শেষে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদকে "Bangabandhu: The Friend of Bengal" গ্রন্থটি উপহার দেন বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।