Consultation meeting for Book Fair 2023

Consultation meeting held on 9th July 


11th Bangladesh Book Fair Literary and Cultural Festival 2023 London 


 একাদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সংস্কৃতিক উৎসব , লন্ডন ২০২৩ উপলক্ষ্যে, কবি সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষানুরাগী, সংস্কৃতিকর্মী সহ কমিউনিটি ব্যক্তিত্বের উপস্থিতিতে ইস্টলন্ডনের একটি হলে অনুষ্ঠিত হল পরামর্শ সভা।উল্লেখ্য , সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য- এর আয়োজনে আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর ( রবি ও সোমবার) দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত  হবে ‘একাদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৩’। প্রতিবছরের মত এবছরও বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি সাহিত্যিক , শিল্পী সহ বিভিন্ন প্রকশনী সংস্থা। সভায় সভাপতিত্ব করেন ময়নূর রহমান বাবুল পরিচালনা, করেন এ কে এম আব্দুল্লাহ  














Previous Post Next Post