১৪ ও ১৫ সেপ্টেম্বর ২০২৪, লন্ডনে বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব:
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের আয়োজনে, দ্বাদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৪ , লন্ডন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর শনি ও রবিবার। মাইল এন্ড পার্কের দ্যা আর্টস প্যাভিলিয়নে দুদিনব্যাপি এই মেলায় বরাবরের মত বাংলাদেশ থেকে বাংলা একাডেমি সহ বিভিন্ন স্বনামধন্য প্রকাশনী সংস্থা এবং বাংলাদেশ, ভারত, আমেরিকা, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক, গুণীজন, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতি কর্মী।
বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ হাইকমিশন-যুক্তরাজ্য এবং টাওয়ার হেমলেটস কাউন্সিলের সহযোগিতা ও সমর্থনে ২০১০খ্রি. থেকে লন্ডনে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। উল্লেখ্য, এই বইমেলাকে কেন্দ্র করে গতবার (১১তম বইমেলায়)২১ টি বই, লিটলম্যাগ প্রকাশিত হয় এবং ১৯টি প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করে।মেলার শুভ উদ্বোধন করেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ড.নুরুন্নবী।এবারও সনামধন্য প্রকাশনী সহ বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি, লেখক- সাহিত্যিক ও গুণীজন।