মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা ও কবিতাপাঠ

 সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে— “মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা ও কবিতাপাঠ” অনুষ্ঠিত—

“মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা ও কবিতাপাঠ” ইস্টলন্ডনের কেভেল স্ট্রিটের একটি হলে, কবি আতাউরহমান মিলাদের সভাপতিত্বে এবং এ কে এম আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত হল গতকাল ২৫ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার সন্ধ্যায়।সভায় শুরুতে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১মিনিট নীরবতা পালন করা হয়। 

এরপর মহান একুশ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আলোচনা, কবিতাপাঠ এবং কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন গল্পকার কামাল কাদের, গবেষক ফারুক আহমদ, কবি সংগঠক নোমান আহমেদ, আবৃত্তিকার ফয়জুল ইসলাম ফয়েজনূর, কবি মোহাম্মদ ইকবাল,কবি শাহ সোহেল, কবি এম মোসাইদ খান, ছড়াকার সৈয়দ হিলাল সাইফ, কবি শামীম আহমদ, কবি উপস্থাপক হাফসা ইসলাম, কবি আজিজুল আম্বিয়া, কবি খয়রুজ্জামান খছরু, বাংলাভাষী সম্পাদক অলি খান, সাজ্জাদ হোসাইন সহ অনেকে। 

 

أحدث أقدم