লন্ডন, বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৪ উপলক্ষ্যে- পরামর্শ সভা

লন্ডন, দ্বাদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৪ উপলক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত—

১৫ জুলাই ২০২৪, সোমবার সন্ধ্যায় ইস্টলন্ডনের একটি হলে আসন্ন দ্বাদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৪ উপলক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ময়নূর রহমান বাবুল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ। পরামর্শ সভায় বিপুল সংখ্যক কবি লেখক, সাংবাদিক , শিক্ষানুরাগী, সংস্কৃতিকর্মী  উপস্থিত ছিলেন। আসন্ন বইমেলাকে সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন - দেওয়ান গৌস সুলতান, রাজিব আহমেদ, হামিদ মোহাম্মদ , কাজল রশিদ, এ কে আজাদ ছোটন, আতাউর রহমান মিলাদ, ফারুক আহমেদ, ইকবাল হোসেন বুলবুল, স্মৃতি আজাদ, মিলটন রহমান, মজিবুল হক মনি, মোসাইদ খান,শামীম আহমদ, শাহ সোহেল, সৈয়দ হিলাল সাইফ, রহমত আলী, আজিজুল আম্বিয়া ,হাফসা ইসলাম, নাজরাতুন নাঈম, সামছুল হক শাহ আলম, নোমান আহমদ, সাখাওয়াত ইসলাম, কামাল কাদের, মুহিবুর রহমান সহ অনেকে। 


উল্লেখ্য, আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য- এর উদ্যোগে দুদিনব্যাপী লন্ডনের মাইল এন্ড পার্কের দ্যা আর্ট প্যাভিলিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে  দ্বাদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৪, বরাবরের মতো এবারও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি, সাহিত্যিকগণ ও বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবে অনেকগুলো স্বনামধন্য প্রকাশনী প্রতিষ্ঠান। 

أحدث أقدم